কেন বাচ্চাদের জন্য প্রোগ্রামিং প্রয়োজন?



আপনি কি জানেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অদ্ভুত একটা পৃথিবী অপেক্ষা করছে! মজার ব্যাপার হলো তাদেরকে জিজ্ঞাসা করা হবে না কোন প্রতিষ্ঠান থেকে তারা পাশ করেছে, কিংবা আদৌ কোন ডিগ্রি আছে কিনা সেটাও ধরা হবে না তাদের পেশার সাফল্যের জন্য।

কারণ কি জানেন ? কারণ হলো ততদিনে আজকের দিনের প্রায় সব পেশায় কম্পিউটার আর কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে যাবে।

এখন প্রশ্ন হল তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য তৈরি করতে পারি? উত্তরটা সহজ তাদের চিন্তা করতে শিখিয়ে। তাদের ভেতর সৃষ্টিশীল চিন্তা করার ক্ষমতা তৈরি করে। আর সেক্ষেত্রে প্রোগ্রামিং একটা চমৎকার উপায়। প্রোগ্রামিং আমাদের চিন্তা করতে শেখায়। বড় হয়ে সবার যে প্রোগ্রামারই হতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু ছোটবেলা থেকেই প্রোগ্রামিং শিখতে পারলে তারা বেড়ে উঠবে মৌলিক চিন্তা করার অসাধারণ ক্ষমতা নিয়ে।