Drawing Competition

This event submission time over.
01-06-2022 ~ 30-06-2022
Online

“তোমার চোখে অমর একুশে - ২০২৩” প্রতিযোগিতার অঙ্কন জমা দেয়ার সময়সীমা ০১দিন বাড়িয়ে ১৭/০২/২০২৩  তারিখ পর্যন্ত করা হয়েছে।  তাই দেরী না করে তাড়াতাড়ি তোমার অঙ্কন জমা দিয়ে দাও।

 

প্রিয় ছোট্ট বন্ধুরা,

২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কি ভাবছো তোমরা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তোমাদের জন্য e-Learning platform “EduTune” নিয়ে এলো ছবি অঙ্কন প্রতিযোগিতা “তোমার চোখে অমর একুশে” ! তোমার ভাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেমন তা এঁকে ফেলো। তোমার আঁকা ছবিটি পাঠিয়ে দাও আমাদের কাছে। আর জিতে নাও আকর্ষণীয় পুরষ্কার। থাকছে বয়স ভিত্তিক ৩ টা লেভেল-এ মোট ১৫ টি পুরষ্কার এবং সবার জন্য সার্টিফিকেট।

 

ছবি পাঠানোর নিয়ম:

  • মোবাইল ফোনের গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করো আমাদের অথবা ভিজিট করো www.edutune.com/u/5t32w                                                  
  • নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপলোড করে দাও তোমার আঁকা ছবিটি। আর জিতে নাও আকর্ষণীয় পুরষ্কার

 

শর্তাবলি:

  • বয়স সীমা: ৪-১৭ বছর
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়সীমা: ০৭ থেকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ফলাফল জানতে চোখ রাখো আমাদের ফেসবুক পেজে! ফলাফল প্রকাশ, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ছবির মূল কপি প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে।
  • একজন প্রতিযোগী শুধুমাত্র একটি ছবি জমা দিতে পারবে।
  • পুরষ্কার প্রাপ্ত ছবিগুলো EduTune সংরক্ষণ ও প্রকাশ করার অধিকার রাখে।
  • EduTune প্রতিযোগিতার সুসম্পন্নের খাতিরে যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন, পরিমার্জন কিংবা সংযোজন করার ক্ষমতা রাখে।
  • আমরা মনে করি, প্রত্যেক অভিভাবকই সন্তানের প্রথম শিক্ষক। তাই অন্যের আঁকা ছবি জমা দিয়ে বাচ্চাকে অসদুপায় অবলম্বনে নিরুৎসাহিত করুন।