মাইক্রোসফট PowerPoint হলো মাইক্রোসফট Corporation এ তৈরিকৃত একটি Presentation Design Software যার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির কোন বিষয়কে দর্শকদের কাছে বড় পর্দায় প্রেরণ করার জন্য Slide তৈরি করে Slide Show করা হয় । MS Office এর গুরুত্ব পূর্ণ অংশ হল Microsoft Power point । একে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলা হয়। প্রতিদিন ৩০ মিলিয়নেরও বেশি পাওয়ারপয়েন্ট Presentation বানানো হয়,এবং তার মধ্যে ৮০% এরও বেশি হয় নিম্নমানের। আপনার প্রেজেন্টেশান ওইসব ৮০% এর মধ্যে নয় তো? কিভাবে আমরা ভাল একটা Presentation বানাতে পারি সেটা অবশ্যই আমাদের জানা উচিত।
যে কোনো বিষয়ের বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরাই হচ্ছে প্রেজেন্টেশন বা উপস্থাপন করা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে (Microsoft Power point) প্রেজেন্টেশন তৈরি করতে হলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে (Microsoft Power point) এর Home, Insert, Design, Animations, Slide show, View, Format ইত্যাদি টপিক গুলো সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।
পাওয়ার পয়েন্টের অসাধারণ জগৎ
· দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য Slide তৈরি করে Slide Show করা ।
· কোন রিপোর্ট, প্ল্যান করে অতি সহজে উপস্থাপনা করা যায় ।
· তৈরিকৃত রিপোর্ট, প্ল্যান PowerPoint এর ইফেক্ট দেয়া যায় এবাং অ্যানিমেটেড করে বিভিন্ন শব্দের ইফেক্ট দিয়ে উপস্থাপনা করা যায়।
· সাধারণ প্রজেক্টরে মাপমতো তৈরি করে প্রজেক্টরে সহজে ব্যবহার করা যায় ।
সবার জন্য পাওয়ার পয়েন্টঃ
প্রেজেন্টেশন কথার অর্থ হল উপস্থাপন করা। একটি সম্পূর্ণ উপস্থাপনা (Presentation ) করা যায়। ভার্সিটি পড়ুয়া, কর্পোরেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, টিচার সবার জন্য পাওয়ারপয়েন্ট জিনিসটা লাগে। Presentation তৈরি করতে সফটওয়্যার হিসেবে ৯৫ ভাগ Microsoft PowerPoint ব্যবহার করে।উদ্ভাবন, উদ্যোগ ও প্রতিযোগিতা সব ক্ষেত্রেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুবই কার্যকারী । নিজের কাজকে সঠিক ভাবে উপস্থাপন ও অন্যদের আইডিয়া বা কর্ম পরিকল্পনা অন্যকে বুঝানোর জন্য পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। আপনি ছাত্র হোন বা কর্পোরেট কর্মজীবি, শিখে নিন পাওয়ার পয়েন্ট! নিজেকে উপস্থাপনায় দক্ষ করুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখে।
কোর্সটির নিচে দেয়া 'প্রোগ্রামটি কিনুন' বাটনটিতে ক্লিক করলে আপনার পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন
Our experts can answer all your questions over a phone call
“How to join live class?”